Morning Headlines: 'কী করে শান্তিপূর্ণ ভোট করতে হয় জানে কমিশন', বঙ্গ সফরে এসে সিইওকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
Continues below advertisement
স্বাধীনতার লড়াইয়ে শহিদ স্মরণে ৩০ জানুয়ারি দু'মিনিট স্তব্ধ থাকবে গোটা দেশ। সকাল ১১ টায় দু'মিনিট নীরবতা। আগে ও পরে এক মিনিট করে বাজবে সাইরেন। নির্দেশ কেন্দ্রের।৩০ জানুয়ারি দু'মিনিট নীরবতাকে স্বাগত জানিয়েও বিরোধিতা তৃণমূলের। রাজনীতি করা উচিত নয়, পাল্টা বিজেপি। কী ভাবে এবার শান্তিপূর্ণ ভোট করতে হবে জানে কমিশন। কলকাতায় এসে সিইওকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বললেন কবে কী হয়েছে, মুছে ফেলুন ডাস্টার দিয়ে। ভোট প্রস্তুতি দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। আজ এডিজি (আইনশৃঙ্খলার) সঙ্গে বৈঠক পরে রাজনৈতিক দল প্রশাসনের সঙ্গে আলোচনা। পরশু সাংবাদিক বৈঠক।
Continues below advertisement
Tags :
Morning Headlines Left-Congress C Voter Nandigram Election Commission WB Polls 2021 With ABP Ananda Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections 2021 WB Election 2021 TMC WB Elections BJP WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Dilip Ghosh Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee