Morning Headlines: আজ থেকে চালু নতুন Majherhat Bridge, এখনও স্পষ্ট নয় Suvendu Adhikari-র রাজনৈতিক অবস্থান
অভিষেক-PK-র সঙ্গে বৈঠকের সাড়ে ১৪ ঘণ্টাতেই ছন্দপতন। একসঙ্গে কাজ করা মুশকিল, Sougata Roy-কে বার্তা Suvendu Adhikari-র। প্রশ্নের সমাধানের বদলে চাপিয়ে দেওয়ার অভিযোগ। আজ কাঁথি, তমলুক, গড়বেতায় পরপর কর্মসূচি শুভেন্দুর। সোমবার মেদিনীপুরে মমতার (Mamata Banerjee) সভার ঠিক আগে রবিবার সাংবাদিক বৈঠক। স্পষ্ট করবেন অবস্থান, খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। তৃণমূলে শুভেন্দু আশায় কার্যত ইতি। এটাই হওয়ার ছিল, কটাক্ষ কৈলাসের। শুভেন্দুকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ, খোঁচা Adhir Ranjan Chowdhury-র। মন খাৱাপ হয়ে গেছে, মন্তব্য কল্যাণের। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে উত্তপ্ত নন্দীগ্রাম, TMC-র পার্টি অফিস ভাঙচুর, পাল্টা বাইক মিছিল করে BJP কর্মীর দোকানে হামলা। অভিযোগ, পাল্টা অভিযোগ। 'বন্ধু দেখা হবে', জ্যোতিপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ এড়ানোর পরেই শীলভদ্রের গেরুয়া পোস্টে জল্পনা। পুরোনো বন্ধুদের কথা বলছি, জাতীয় পতাকাতেও তো আছে গেরুয়া, দাবি বিধায়কের। হাতিয়ার 'আর নয় অন্যায়' স্লোগান। এবার পাল্টা দুয়ারে দুয়ারে বিজেপিও। ৫ তারিখ থেকে শুরু রাজ্যব্যাপী কর্মসূচি। রাজ্যে একদিনে Corona আক্রান্ত ৩ হাজার ২৭১, মৃত ৫১। NICED-এ Covaccine-র তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু, ভ্যাকসিন নিলেন Firhad Hakim। শেষ মুহূর্তে অক্সফোর্ড বিশবিদ্যালয়ের বিতর্কসভা বাতিল। প্রায় আড়াই বছরের অপেক্ষার অবসান। আজ থেকে নতুন নাম চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তারপরেই শুরু যান চলাচল।