শিরোনাম: সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে আবেদন CBI-এর, মুকুলের গ্রেফতারের দাবি কুণালের

Continues below advertisement
সারদা মামলায় রাজীব কুমার (Rajiv Kumar)-কে হেফাজতে চায় CBI। সুপ্রিম কোর্টে নতুন করে ২৭৭ পাতার আবেদন। কুণালের বয়ানের উল্লেখ করে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০১১-র ভোটে ২৫ লক্ষ করে পেয়েছিলেন ২০৫ জন প্রার্থী। দিয়েছিলেন সুদীপ্ত। দায়িত্বে ছিলেন মুকুল-রজত। CBI-এর হাতে কুণালের বয়ান। জানি না প্রতিক্রিয়া রজতের। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশে CBI তৎপরতা। মনে করছেন তৃণমূল। মুকুলের গ্রেফতারের দাবি কুণালের। প্রতিক্রিয়া মেলেনি মুকুলের। তদন্ত হলেই রহস্য উৎঘাটন। বলছে বিজেপি (BJP)। দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে নিয়ে হেস্টিংসে ধুন্ধুমার। গাড়ি আটকে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বেরনোর সময় শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধেও স্লোগান। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram