Morning Headlies: আজ বোলপুরে Mamata Banerjee-র রোড শো, BJP-তে যোগ দেওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে Suvendu Adhikari

Continues below advertisement
আজ বোলপুরে মমতার (Mamata Banerjee) রোড শো। বহিরাগত নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ। নন্দীগ্রামে ৭ জানুয়ারি যাচ্ছেন না মমতা। অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত কর্মসূচি। ভয় পেয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। দলত্যাগের পরে আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
JW Marriot-এ বিজেপির বৈঠকে কৈলাস-দিলীপ। একই হোটেলে হঠাৎ তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। CAA নিয়ে ক্ষোভ সামলাতে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে দিলীপ (Dilip Ghosh)। মন্তব্যের ভুল ব্যাখ্যার দাবি। শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের সম্মেলন ঘিরে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর। একের পর এক ফ্লেক্স ছিঁড়ে বিক্ষোভ। কোনওরকমে বেরিয়ে এলেন শ্রমমন্ত্রী। বৈঠকের জন্য ডেকেও স্থায়ী বেতন কাঠামো নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। ক্ষোভ মানলেন শোভন, পদক্ষেপের অনুরোধ। রাতারাতি সব হয় না, দাবি ফিরহাদের (Firhad Hakim)। ঝাড়গ্রামে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু। বাইক র‍্যালিতে কালো পতাকা। দাঁতনে মিছিল। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে সৌরভ (Sourav Ganguly)। অমিত শাহের (Amit Shah) সঙ্গে কোটলায় জেটলির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ। দুয়ারে সরকারের পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান'। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতাকে চিঠি অমর্ত্য সেনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram