Morning Headlines: তৃণমূলে যোগ দিতেই স্ত্রী সুজাতাকে ডিভোর্সের নোটিস দিলেন BJP MP সৌমিত্র খাঁ, আজ দিলীপের সঙ্গে কেতুগ্রামে সভা Suvendu Adhikari-র

Continues below advertisement

দলবদলের রাজনীতির মধ্যেই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। ডিভোর্সের নোটিস দিলেন সাংসদ। সৌমিত্রের পথে তৃণমূলকে আক্রমণে জয় বন্দ্যোপাধ্যায়। পথ দেখিয়েছে বিজেপি, জবাব অনন্যার। অমিত শাহের পাল্টা বোলপুরে ২৯ ডিসেম্বর রোড শো মমতার (Mamata Banerjee), পা মেলাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের আয়োজন করা বাউল শিল্পী, দাবি অনুব্রতর। অনুকরণ করে লাভ নেই, খোঁচা বিজেপির (BJP)। বাংলার উন্নয়ন নিয়ে মিথ্যাচার করেছেন অমিত শাহ (Amit Shah), জবাব দিলেন মমতা। আজ প্রমাণসহ তথ্য পেশের হুঁশিয়ারি। দুয়ারে সরকারের ভিড়ই প্রমাণ করে, এতদিন কিছু হয়নি, বলছে বিজেপি। কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হোক রাজ্যকে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কাটমানি খাওয়া উদ্দেশ্য, কটাক্ষ বিজেপির। কেন অন্য পথে চলবে বাংলা? প্রশ্ন রাজ্যপালের। অবশেষে গৃহীত হল বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফা। বিধানসভা থেকে গেলেন রাজভবনে। জবাবে সন্তুষ্ট, জানালেন অধ্যক্ষ। আজ দিলীপের সঙ্গে কেতুগ্রামে সভা শুভেন্দুর (Suvendu Adhikari)। ক্ষোভ কমাতে ফের রাজীবের সঙ্গে বৈঠকে পার্থ (Partha Chatterjee)। কথা হয়েছে দল নিয়ে, দেড় ঘণ্টা বৈঠকের পর দাবি বনমন্ত্রীর। এবার সরাসরি বিজেপিকে আক্রমণে প্রশান্ত কিশোর। দুই অঙ্কের সংখ্যা পেরোলে জায়গা ছেড়ে দেব বলে করলেন চ্যালেঞ্জ। বিজেপির সুনামিতে কমবে একজন ভোটকুশলী, জবাব কৈলাসের। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করতে কমিটি তৈরি করল কেন্দ্র। ভোটার দিকে তাকিয়ে কমিটি গঠন নয় তো? প্রশ্ন তৃণমূলের। ব্রিটেনে আরও ভয়াবহ করোনা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হল ব্রিটেন-ভারতের উড়ান। কলকাতায় ব্রিটেন ফেরত দুই যাত্রীর শরীরে মিলল ভাইরাস। হাসপাতালে ভর্তি।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram