Morning Headlines: আজ অভিষেকের গড়ে জেপি নাড্ডার সভা, পাল্টা অভিষেকের সভা আরামবাগে, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

সঙ্কটজনক Buddhadeb Bhattacharya। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডসে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। Corona নেগেটিভ হলেও নিউঁমোনিয়ায় উদ্বেগ। চিকিৎসায় পাঁচ সদস্যের টিম। বঙ্গ সফরে প্রথম দিনে কালীঘাট মন্দিরে পুজো দিলেন Nadda। দ্বিতীয় দিনে আজ ডায়মন্ড হারবারে নাড্ডা। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। আরামবাগে সমাবেশে অভিষেক। এনআরসি, এনপিআর নিয়ে মমতা-নাড্ডা সংঘাত। ভোট জিততে গুন্ডা আনছে RSS-BJP, বহিরাগত তত্ত্বে চড়া সুর মমতার, শ্যামাপ্রসাদের প্রসঙ্গ তুলে পাল্টা নাড্ডা।  উত্তরকন্যা অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগ, কৈলাস-দিলীপদের বিরুদ্ধে এফআইআর। আটকাতে না পেরে আক্রান্তদের বিরুদ্ধেই মামলা, কটাক্ষ বিজেপির। এবার তুফানগঞ্জে বিজেপি মৃত্যুর রহস্যমৃত্যু। দেশজুড়ে কৃষক আন্দোলনের মধ্যে রাজস্থানে কংগ্রেসকে টেক্কা বিজেপির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram