Morning Top News: জরুরি ভিত্তিতে Corona ভ্যাকসিন ব্যবহারে কেন্দ্রের অনুমতি চাইল তিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা, সঙ্গে অন্য খবর Fatafat

Continues below advertisement

Ulen Roy-র মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলছে পুলিশ। ট্যুইটে ভিডিও প্রকাশ করে দাবি Kailash Vijayvargiya-র। রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ। পরিবারের সদস্য, তিন চিকিৎসকের সামনে হবে ময়নাতদন্ত, হবে ভিডিওগ্রাফি, নির্দেশ আদালতের। উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। কাছ থেকে শটগানের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যু, ট্যুইট রাজ্য পুলিশের। তড়িঘড়ি রাতে কেন ময়না তদন্ত? প্রশ্ন BJP-র। নিজেদের লোকেদের মেরে কুৎসা। বিজেপির আক্রমণ মমতার (Mamata Banerjee)। বিজেপির আনা শটগানেই মৃত্যু, দাবি সুব্রতর। সঠিক তদন্ত হলেই সত্য সামনে আসবে, পাল্টা দিলীপ। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু তদন্তে সিআইডি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। পোড়ানো হল মুখ্যমন্ত্রীর ফ্লেক্স, পাল্টা শিলিগুড়িতে পুড়ল বিজেপির ফ্লেক্স। সাংবাদিকদের নিয়ে মন্তব্যে বিতর্ক, অনড় তৃণমূল সাংসদ Mahua Moitra। দল এহেন মন্তব্য সমর্থন করে না, প্রতিক্রিয়া Subrata Mukherjee-র। চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, কখনোই সমর্থনযোগ্য নয়, মন্তব্য অধীর চৌধুরীর। ঘরে বাইরে সমালোচনার ঝড়। নিন্দায় সরব প্রেস ক্লাবও। কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে ফিরহাদ হাকিমের বৈঠক। বেহালায় এবার দুয়ারে সরকার কর্মসূচি। আন্দোলনরত অবস্থায় মৃত্যু দুই কৃষকের। বড়দিনের আগেই কি করোনা ভ্যাকসিন?  জরুরি ভিত্তিতে ব্যবহারে কেন্দ্রের অনুমতি চাইল তিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা। রাজ্যে একদিনে Corona-য় আক্রান্ত ২ হাজার ৯৪১ জন, মৃত্যু হয়েছে ৪৯ জনের। আরও উচ্চতা বাড়ল মাউন্ট এভারেস্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram