আজ নাড্ডার সভা, 'ডায়মন্ড হারবারে জড়ো হচ্ছে দুষ্কৃতীরা, দর্শক পুলিশ', দুই নেতাকর্মীর ওপর হামলা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

BJP-র সর্বভারতীয় সভাপতি J P Nadda-র সভার আগে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ। হামলায় আহত হয়েছেন BJP-র ডায়মন্ডহার টাউন সভাপতি সুরজিৎ হালদার সহ দুজন। আজ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা রয়েছে J P Nadda-র। সেই উপলক্ষে কয়েকজন BJP কর্মী সকালে নতুনপোল এলাকায় দলীয় পতাকা লাগাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা চালায় Trinamool Congress কর্মীরা। ঘটনায় আহতদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও Trinamool Congress-এর পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই বিষয় Dilip Ghosh বলেন, 'ডায়মন্ডহারবারকে ওরা নিজেদের শেষ কেল্লা মনে করছেন। ওখানে BJP ঢুকে গেলে মনে করা হচ্ছে Trinamool Congress দল ও সরকার পড়ে যাবে। সেই জন্য সমস্ত শক্তি লাগিয়ে দুষ্কৃতী, সমাজবিরোধীদের একত্রিত করা হচ্ছে গন্ডগোল করার জন্য। পুলিশ দাঁড়িয়ে সব দেখছে। কোথাও পুলিশের সহযোগিতা নেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola