Nadda Convoy Attack: দিল্লিতে বঙ্গভবনে হামলা, অভিষেকের বাড়িতে লেপা হল কালো কালি, 'ধর্মের কল বাতাসে নড়ে', কটাক্ষ Locket Chatterjee-র

Continues below advertisement

নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ। বঙ্গভবনে চালানো হল হামলা। অভিযুক্ত বিজেপি। দিল্লিতে অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ। বাড়ির দেওয়ালে লেপা হল কালো কালি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে সৌগত রায় জানান, রাত ৯টা নাগাদ কিছুজন বঙ্গভবনে হামলা চালানোর চেষ্টা করে, পুলিশে আসে। যারা আসছে তারা কোনও পতাকা নিয়ে আসেনি, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, জানালেন বর্ষীয়ান এই নেতা। পাল্টা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তবে করা ঘটিয়েছে তার বিচার হবে। ধর্মের কল বাতাসে নড়ে, নিউটনের ল, যা দেবে তাই ফেরত পাবে'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram