নজরে ৯ চটজলদি: এবার বিধানসভায় ভিতরেও ‘জয় শ্রীরাম’ স্লোগান, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির বাধা, ওয়েলে নেমে বিক্ষোভ
Continues below advertisement
আরও ২টি স্টেন্ট বসল সৌরভের। অ্যাঞ্জিওপ্লাস্টির সময় থাকলেন দেবী শেঠি, অশ্বিন মেহতা।
৩ দিনের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া। তৃণমূলে থেকেও তো কাজ করেনি, ওখানে কী করবেন? খোঁচা সৌগতর।
কালই কলকাতায় অমিত শাহ। শনিবার মায়াপুর হয়ে যাবেন ঠাকুরনগর। রবিবার বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে হাওড়ায় সভা।
এবার বিধানসভায় ভিতরেও ‘জয় শ্রীরাম’ স্লোগান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির বাধা, ওয়েলে নেমে বিক্ষোভ। ধর্ম নিয়ে শুধুই রাজনীতি, পাল্টা তৃণমূল।
সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল। মুখে জয় বাংলা স্লোগান। রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরির লক্ষ্যে মাননীয়া।আক্রমণ দিলীপের। ভোট মেরুকরণের চেষ্টা, পাল্টা সৌগত।
বাম-কংগ্রেসকে উদ্দেশ্য করে তাপস রায়ের কটাক্ষে বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ। বিতর্কের মুখে ২টি শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আশ্বাস স্পিকারের।
শিলিগুড়িতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য, ৪ সপ্তাহে শেষ করতে হবে তদন্ত, নির্দেশ সার্কিট বেঞ্চের। সিআইডি-তদন্ত নিয়ে ২২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
ভোটের দিন ঘোষণার আগেই তুঙ্গে প্রচার। আরামবাগে শুভেন্দুর রোড শো। রবানগরে শোভন-বৈশাখী। সিউড়িতে সভা অনুব্রতর। ঝাড়গ্রামে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সভায় ক্ষুব্ধ মমতা।
সোমবার বাজেট। কাল যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক তৃণমূল সহ ১৬ বিরোধী দলের। কৃষি আইন বাতিলের দাবি। ৫ ফেব্রুয়ারি রাজ্যে বাজেট অধিবেশন।
বিধানসভায় কৃষি আইন বিরোধী সর্বদলীয় প্রস্তাব পেশ। আইন বাতিল না করলে ইস্তফা দিন মোদি-অমিত শাহ, দাবি মমতার। দেশকে দুর্বল করার চেষ্টা, পাল্টা শুভেন্দু।
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে তাণ্ডব। দেশদ্রোহিতার মামলা দিল্লি পুলিশের। এফআইআরে অভিনেতা দীপ সিধুর নাম। ২০ কৃষক নেতাকে নোটিস, জারি লুকআউট নোটিস।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের পর থমথমে দিল্লি সীমানা। সাহসিকতার সঙ্গে দেখিয়েছেন সংযম, আহত পুলিশকর্মীদের দেখার পরে ট্যুইট অমিত শাহের।
সিঙ্ঘু থেকে গাজিপুর। কৃষক আন্দোলন ঘিরে ফের বাড়ছে উত্তাপ। সীমানা খালি করার নির্দেশ পুলিশের। পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কিষাণ মোর্চার।
৩ দিনের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া। তৃণমূলে থেকেও তো কাজ করেনি, ওখানে কী করবেন? খোঁচা সৌগতর।
কালই কলকাতায় অমিত শাহ। শনিবার মায়াপুর হয়ে যাবেন ঠাকুরনগর। রবিবার বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে হাওড়ায় সভা।
এবার বিধানসভায় ভিতরেও ‘জয় শ্রীরাম’ স্লোগান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিজেপির বাধা, ওয়েলে নেমে বিক্ষোভ। ধর্ম নিয়ে শুধুই রাজনীতি, পাল্টা তৃণমূল।
সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল। মুখে জয় বাংলা স্লোগান। রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরির লক্ষ্যে মাননীয়া।আক্রমণ দিলীপের। ভোট মেরুকরণের চেষ্টা, পাল্টা সৌগত।
বাম-কংগ্রেসকে উদ্দেশ্য করে তাপস রায়ের কটাক্ষে বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ। বিতর্কের মুখে ২টি শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আশ্বাস স্পিকারের।
শিলিগুড়িতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য, ৪ সপ্তাহে শেষ করতে হবে তদন্ত, নির্দেশ সার্কিট বেঞ্চের। সিআইডি-তদন্ত নিয়ে ২২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
ভোটের দিন ঘোষণার আগেই তুঙ্গে প্রচার। আরামবাগে শুভেন্দুর রোড শো। রবানগরে শোভন-বৈশাখী। সিউড়িতে সভা অনুব্রতর। ঝাড়গ্রামে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সভায় ক্ষুব্ধ মমতা।
সোমবার বাজেট। কাল যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক তৃণমূল সহ ১৬ বিরোধী দলের। কৃষি আইন বাতিলের দাবি। ৫ ফেব্রুয়ারি রাজ্যে বাজেট অধিবেশন।
বিধানসভায় কৃষি আইন বিরোধী সর্বদলীয় প্রস্তাব পেশ। আইন বাতিল না করলে ইস্তফা দিন মোদি-অমিত শাহ, দাবি মমতার। দেশকে দুর্বল করার চেষ্টা, পাল্টা শুভেন্দু।
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে তাণ্ডব। দেশদ্রোহিতার মামলা দিল্লি পুলিশের। এফআইআরে অভিনেতা দীপ সিধুর নাম। ২০ কৃষক নেতাকে নোটিস, জারি লুকআউট নোটিস।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের পর থমথমে দিল্লি সীমানা। সাহসিকতার সঙ্গে দেখিয়েছেন সংযম, আহত পুলিশকর্মীদের দেখার পরে ট্যুইট অমিত শাহের।
সিঙ্ঘু থেকে গাজিপুর। কৃষক আন্দোলন ঘিরে ফের বাড়ছে উত্তাপ। সীমানা খালি করার নির্দেশ পুলিশের। পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কিষাণ মোর্চার।
Continues below advertisement
Tags :
West Bengal Elections With ABP Ananda BJP Congress WB Polls With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Polls WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah