নজরে ৯টা চটজলদি: জোড়া জনসভায় চড়ল রাজনৈতিক আবহ, কোভিড আতঙ্কে পিছোল কলকাতা বইমেলা

Continues below advertisement
সারদা-নারদ-রোজভ্যালি-কাণ্ডে অভিযুক্ত। তাই কেন্দ্রীয় এজেন্সি থেকে বাঁচতে বিজেপিতে। ডায়মণ্ড হারবারে ঘুরিয়ে সরব অভিষেক। বলছে বিজেপিতে যাস না। প্রাইমারিতে চাকরি দেবো পাল্টা শুভেন্দু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৪৩৫। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। একদিনে পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৪০ জন। করোনা আবহে পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা। গিল্ডের তরফে জানানো হয়েছে, করোনার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সূচি। অসুস্থ সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। সাদার্ন অ্যাভেনিউয়ের একটি নার্সিংহোমে ভর্তি তিনি। সূত্রের খবর, প্রবীণ সঙ্গীত শিল্পীর স্ট্রোক ও ইউরিনারি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। আজ মরসুমের শীতলতম দিন। কলকাতায় আরও নামল পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান এই ৩ জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন রজনীকান্ত। আগামী একসপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram