মমতার উল্লেখ না করে শুভেন্দুর বক্তব্যে কীসের ইঙ্গিত? কী বলছেন রাজনীতিবিদরা?
Continues below advertisement
আজ নন্দীগ্রামের তেখালির বকুলনগর স্কুলের মাঠে শুভেন্দু অধিকারী পরিচালিত শহিদ সভা। সেখানে বক্তব্য রাখেন তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী, ফিরোজা বেগম। শুভেন্দু অধিকারী সভামঞ্চে বলেন, "২০১১ সালের রক্তাক্ত সূর্যোদয়কে জনগণ অস্তমিত করেছিলেন। আমি যখন নন্দীগ্রামে আসি, পরবর্তী কর্মসূচির কথা বলে যাই। মানুষের পাশে দাঁড়াই।" সভামঞ্চে তিনি শহিদদের নাম নিয়ে স্লোগান দেন। একবারও মুখে আনেননি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাৎপর্যপূর্ণভাবে তিনি তাঁর বক্তব্য শেষ করেন, ভারতমাতা জিন্দাবাদ বলে। কতটা তাৎপর্যপূর্ণ শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য? শুনে নিন শুভেন্দু অধিকারীর বক্তব্য ও তা নিয়ে এবিপি আনন্দের স্টুডিও হাজির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিশ্লেষণ।
Continues below advertisement
Tags :
BUPC Shahid Sabha TMC’s Clash Subhendu Adhikary ABP Ananda LIVE Hooghly Abp Ananda Nandigram TMC