K D Singh ই Narada স্টিং অপারেশনের জন্য টাকা দেন , কে ডি-র গ্রেফতারির পর ফের দাবি ম্যাথ্যুর

Continues below advertisement
বিধানসভা ভোটের আগে তদন্ত তৎ‍পরতা তুঙ্গে। চারদিক থেকে সাঁড়াশি চাপ তৈরি করছে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালাকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা! তাঁর সহযোগী গণেশ বাগাড়িয়াকে বারবার তলব করেও খোঁজ মেলেনি। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিটফাণ্ডকাণ্ডেও তৎ‍পর হয়েছে সিবিআই।বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংকে। শুক্রবার গ্রেফতার করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে (Subhra Kundu)। নারদ স্টিং অপারেশন সম্পর্কে জানতেন কে ডি সিংহ। তিনিই স্টিং অপারেশনের জন্য টাকা দেন। কে ডি সিংহের গ্রেফতারির পর ফের এই দাবি করলেন সাংবাদিক ম্যাথ্যু স্যামুয়েল ( Mathew Samuel)। নারদকাণ্ডে অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংহের ভূমিকা কী ছিল? তা জানতে চায় ইডি। ইতিমধ্যেই, সিবিআই ও কলকাতার নিজেদের দফতরের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তারা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram