নারকেলডাঙায় আগুন: 'আমাদের সব চলে গেল'...দমকলমন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়ল ঝুপড়িবাসীরা
Continues below advertisement
নারকেলডাঙার ছাগলপট্টিতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত একাধিক ঝুপড়ি। ভোর সাড়ে ৫ টা নাগাদ আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ৭ টি ইঞ্জিন। ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে দমকল আধিকারিক সূত্রে খবর। তবে আগুন খানিকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Fire At Chagalpatti Fire At Narkeldanga Fire Tenders Fire Breaks Out ABP Ananda LIVE Sujit Basu Abp Ananda Kolkata