Netaji's 125th Birth Anniversary: কার্শিয়ংয়ে গৃহবন্দি থাকার সময় রবীন্দ্রনাথের সঙ্গে চিঠি বিনিময় হত সুভাষচন্দ্রের

বাঙালির দুই আইকনের মত বিনিময়ের সাক্ষী কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ের বাড়িটি। এখানেই দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বাড়িতে বসেই ধর্মনিরপেক্ষতা ইস্যুতে কবিগুরু (Rabindranath Tagore) ও নেতাজির (Subhas Chandra Bose) মধ্যে ধর্মনিরপেক্ষতা নিয়ে ভাববিনিময় হত চিঠি চালাচালির মধ্যে দিয়ে। এটিই এখন নেতাজি সংগ্রহশালা। এখানেই রয়েছে নেতাজিকে লেখা রবীন্দ্রনাথের চিঠি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola