Netaji's Birth Anniversary: জনমানসে প্রভাব ফেলতে শক্তিশালী মাধ্যম সিনেমা, বিশ্বাস করতেন নেতাজি

Continues below advertisement
কীভাবে দেশকে স্বাধীন করা যায়, সেটাই সবসময় তাঁর মাথায় ঘুরত। কিন্তু তারই ফাঁকে ইউরোপে থাকাকালীন সময় পেলে সিনেমাও দেখতে যেতেন নেতাজি (Netaji Subhas Chandra Bose)। কলকাতায় বম্বে টকিজে ছবির প্রিমিয়ার কিংবা লাহোরে স্টুডিওর উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। জনমনে প্রভাব বিস্তার করার জন্য চলচিত্র যে অত্যন্ত শক্তিশালী মাধ্যম, তা বিশ্বাস করতেন নেতাজি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram