হালিশহরে বিজেপি কর্মীর ওপর ‘হামলা’, অভিযোগের তির তৃণমূলের দিকে
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মী। থানায় যাওয়ার পথে, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের বরিশাল পাড়ায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় বীজপুর থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে, নৈহাটির বিজেপি নেতা গণেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার হালিশহর পুরসভার পুর প্রশাসক রাজু সাহানির।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Politics In Bengal Halisahar North 24 Pargana ABP Ananda LIVE Abp Ananda TMC BJP