Nusrat Attacks BJP: 'করোনার চেয়ে ভয়ঙ্কর বিজেপি', দেগঙ্গায় অভিযোগ Nusrat Jahan র

Continues below advertisement
দেগঙ্গায় চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরে রক্তদান শিবিরে এদিন যোগ দেন স্থানীয় সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। এদিন তিনি গেরুয়া শিবিরকে তোপ দেগে বলেছেন, 'করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি। কারণ ওরা আমাদের সংস্কৃতি বোঝে না। মনুষ্যত্বের দাম বোঝে না। ওরা বোঝে না আমাদের পরিশ্রম।' তাঁর অভিযোগ, 'ওরা বোঝে শুধু ব্যবসা। ওদের কাছে প্রচুর টাকা। চারদিকে টাকা ছড়িয়ে দিচ্ছে। তারপর ধর্মকে ভিত্তি করে মানুষে-মানুষে দাঙ্গা লাগায়।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram