'বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বহিরাগতরা,' আক্রমণ মুখ্যমন্ত্রীর, 'ওঁর ভোটের স্ট্র্যাটেজিস্টও তো বহিরাগত,' খোঁচা লকেটের
"২০১৯-এ দুর্ভাগ্যজনকভাবে বহিরাগতরা তাঁর মূর্তি ভেঙে বাংলার ঐতিহ্যের প্রতি অসম্মান দেখায়", বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীতে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। "উনি বহিরাগত কাকে বলছেন, ওনার ভোটের স্ট্র্যাটেজি তৈরি করতে এসেছেন একজন বহিরাগত। তাঁকে মাইনে দিতে হচ্ছে জনগণের টাকা থেকে," খোঁচা লকেট চট্টোপাধ্যায়ের। "এরা বাঙালির ঐতিহ্য, অহংকার দুরমুশ করে দেওয়ার চেষ্টা করছে," প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। "যারা এতদিন বিদ্যাসাগরকে সম্মান দেয়নি তারা কোন অধিকারে অনুষ্ঠান করছে," খোঁচা বিমান বসুর।
Tags :
Vidyasagar Biman Basu ABP Live Partha Chatterjee Locket Chatterjee Abp Ananda CM BJP TMC Amit Shah Mamata Banerjee