পশ্চিম বর্ধমানের অন্ডালে বিয়ের আটমাসের মধ্যে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার কম্পিউটার শিক্ষক

Continues below advertisement
বিয়ের আটমাসের মধ্যে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ। গ্রেফতার স্বামী। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন, দাবি মৃতের পরিবারের। পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোড়া এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম আইভি হাজরা। স্থানীয় সূত্রে খবর, আটমাস আগে কম্পিউটার শিক্ষক বিক্রমজিৎ রায়ের সঙ্গে বিয়ে হয় আইভির। অভিযোগ, বিয়ের পরেও প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন স্বামী। গতকাল বিকেলে ওই ব্যক্তি দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পর বধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাধা দিলে বধূর ঠাকুমাকেও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে অগ্নিদগ্ধ গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দ্বিতীয় স্ত্রীকে খুনের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram