Suvendu Adhikari vs TMC: বামপন্থীরা ভোট দিন বিজেপিকে, আবেদন শুভেন্দুর
‘যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন, তা কি পূর্ণ হয়েছে? তৃণমূলনেত্রী বলছেন পচা মাল দল থেকে বেরিয়ে গেছে। পচা মাল বেরিয়ে গেলে পায়ে এত কাঁটা ফুটছে কেন?’ ধর্মসভায় জিতবে একজন, মানুষ ঠিক করবে। কেশপুরে ১০০ দিনের কাজে কত চুরি হচ্ছে? তৃণমূল নেত্রী কথায় কথায় নন্দীগ্রাম, কেশপুরের কথা বলেন। ভোটের সময় আসেন, তারপর পগারপার লকডাউনে তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ককে দেখা যায়নি। আমি ২১ বছর পর কেন তৃণমূল ছাড়লাম? কর্মচারী হয়ে থাকতে পারব না, সহকর্মী হয়ে থাকতে পারি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি। গরু চোর এনামুল, তার নাম তৃণমূল। লকডাউনে চাল চোর, আমফানে ত্রিপল চোর, এখন টিকা চোর। এবার বিজেপি জিতবে, সরকার হবে। বামপন্থীরা ভোট দিন বিজেপিকে। কলেজের ছাত্র সংসদে ৪ বছর ভোট হয়নি। স্কুলের ছোলাতেও কাটমানি খাচ্ছে। পড়ুয়াদের দেওয়া জুতো, স্কুলড্রেসেও কমিশন খাচ্ছে। লকডাউনের পর রাজ্যের চাকরির ছবি স্পষ্ট হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকরা তৃণমূলকে একটি ভোটও দেবেন না। পরিযায়ী শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস বলা হয়েছিল। বাম আমলে এসএসসি হত, ২০১৪-র পর হয়নি। বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে। বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন। কৃষক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল। চাষিদের সহায়কমূল্য না দিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। রাজ্যের কৃষকদের বিদ্যুতে ছাড় দেওয়া হচ্ছে না। ডিজেলের দামেও রাজ্য সরকার কৃষকদের ছাড় দেয় না। কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বঞ্চিত করা হয়েছে। রাজ্যের ৭৩ লক্ষ কৃষক ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হবে, ওটা ভোট কার্ড। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড করাতে গেলেও ৫০ টাকা করে নিচ্ছে। কেন্দ্রের আবাস যোজনার নাম পাল্টে রাজ্যের নামে চালান হচ্ছে। আমি বিনা শর্তে বিজেপিতে যোগ দিয়েছি। আমার শর্ত যুবকদের চাকরি। তোলাবাজ ভাইপো বলায় খুব রাগ হচ্ছে। বালি-কয়লা পাচারে লালা, গরু পাচারে এনামুল। বিনয় মিশ্রর ভাইকে সিবিআই জেরা করছে। আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো। দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়েছি। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সব আসন বিজেপির। বাংলায় বিজেপির সরকার হবে, প্রকৃত পরিবর্তন হবে। লোকসভা ভোটের পর এই এলাকায় সব ঘরে ঢুকে গেছিল। আমি ঘুরে ঘুরে পার্টি অফিস খুলিয়েছিলাম। এবার তৃণমূলকে হারাব।’ কেশপুরের সভায় তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।