PM Modi At Visva Bharati: মনীষীদের উদাহরণ থেকে কবিগুরুর একাধিক পংক্তি--বিশ্বভারতীর শতবর্ষে অনুষ্ঠানে মোদির বক্তব্যের সিংহভাগেই বাংলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। ভার্চুয়াল বার্তায় তিনি বললেন, ‘বিশ্বভারতী মানেই গুরুদেবের চিন্তন, দর্শনের স্বার্থক রূপ। কবিগুরুর এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে। স্বাধীনতা আন্দোলনেও বিশ্বভারতীর অবদান রয়েছে। নব ভারতের নির্মাণে বিশ্বভারতী কাজ করে গিয়েছে। আত্মশক্তির কথা বলেছিলেন গুরুদেব। আর সেই আত্মশক্তি দিয়ে শেষ গড়তে হবে আমাদের।’ পাশাপাশি তিনি এবছর পৌষমেলা না হওয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি এখানেও লোকাল ফর ভোকাল নিয়ে কথা বলেন। বলেন, "বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের ও শিল্পীদের তৈরি পণ্য যাতে অনলাইনে বিক্রি করা যায়, তা দেখুন। কাউকে সঙ্গে না পেলেও একলা চলো রে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola