West Bengal Election: পাপটা বিদেয় হয়েছে, শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার

নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে। কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।
মঙ্গলবার সকালে পোস্টারে ছেয়ে যায় নদিয়ার শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ড। শান্তিপুর পুরসভার ১১, ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই পোস্টারগুলিতে নিশানা করা হয়েছে, কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলে এবং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে। ২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। দলবদলের পর শান্তিপুরের বিধায়ককে বুকে টেনে নেন কৈলাস। 
এই নিয়ে গত ৪ বছরে ৩টি দল বদল করেছেন শান্তিপুরের বিধায়ক! কংগ্রেসের প্রার্থী হয়ে জেতার পর বিধাক পদ না ছেড়েই, অরিন্দম ভট্টাচার্য যখন দলবদল করেছিলেন, তখন তাঁকে বুকে টেনে নিয়েছিল তৃণমূল....এখন বিজেপিতে যাওয়ার পর সেই তাঁকেই নিশানা করছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার শান্তিপুরে এলেও, তাঁর পাশে ছিলেন না কোনও বিজেপি নেতা। এ নিয়েও অস্বস্তির মুখে পড়তে হয় অরিন্দমকে। 
এই পরিস্থিতিতে শান্তিপুর জুড়ে গুঞ্জন একটাই, এই পোস্টারগুলি দিল কারা? যদিও এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ শান্তিপুরের বিধায়ক।
২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন অরিন্দম। ২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি। এবার ২১-এর বিধানসভা ভোটে শান্তিপুরবাসী কোন দলের প্রতি আস্থা রাখে, সেটাই দেখার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola