জিতেন্দ্র তিওয়ারির ছবিতে কালি, পদত্যাগের পরই আসানসোলে ছেঁড়া হল ফ্লেক্স

Continues below advertisement
গতকাল তৃণমূল নেতা (TMC) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) দল ছাড়তেই তাঁর প্রতি আক্রোশ নেমে আসে Trinamool Congress-এর কর্মী ও সমর্থকদের মধ্যে। গতকাল সন্ধ্যায় রানিগঞ্জে জেডিপি কলেজের ছাত্র পরিষদের কর্মিরা তা জিতেন্দ্র তিওয়ারির ছবিতে কালি লাগিয়ে দেয়। আজ সকাল ১০টা নাগাদ INTTUC-এর পক্ষ থেকে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির নামে লাগানো বেশ কিছু ফ্লেক্স ছিড়ে ফেলে দেওয়া হয়। পোস্টার ছিড়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তা জিতেন্দ্র তিওয়ারি মুর্দাবাদ বলে স্লোগান দেওয়া হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram