পরিযায়ী শ্রমিকদের অন্ন সংস্থানের জন্য কেন্দ্রের নতুন প্রকল্পে ব্রাত্য বাংলা, রাজ্যকেই দায়ী বিজেপির
আজ গরিব কল্যাণ যোজনা অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানালেন, এই প্রকল্পের ফলে কর্মসংস্থান বাড়বে। ৬ রাজ্যের ১১৬টি জায়গায় চলবে এই প্রকল্প। যাঁদের জীবনধারণের জন্য কাজ দরকার, তাঁরা দ্রুত কাজ পাবেন। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। ব্রাত্য বাংলা, 'ঠিক মতো তথ্য না দেওয়ায় জায়গা হয়নি বাংলার' রাজ্যকেই দায়ী বিজেপির|