জমি বিতর্কে অমর্ত্য সেনকে 'হেনস্থা', অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচি বিশিষ্টদের

প্রতিটি জমি বিতর্কে অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগে পথে নেমেছেন বিশিষ্টরা। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা রয়েছেন। এই বিষয়ে কবীর সুমন বলেন, 'যদি কেউ বলেন যে ক্ষীতিমোহন সেনের মেয়ে তিনি অবৈধ জমিতে বা তাঁর স্বামী কিনেছেন সেটা যদি কেউ অবৈধ বলে তাহলে কিছু বলার নেই। আমরা ছেড়ে দেব না। ছেড়ে না দেওয়ার কত রকম উপায় আছে তা আগের শাসকরা দেখেছেন এবারে এরা দেখবে।' এই বিষয়ে গায়ক সুরজিত চট্টোপাধ্যায় বলেন, 'সবকিছুর একটা দাঁড়ি টানা উচিত কোথাও। ব্যক্তিগতভাবে মনে হয় অমর্ত্য সেনের এটা প্রাপ্য নয়। সত্যি আমি এই বিষয়টির প্রতিবাদ করছি। এই বিষয় বক্তব্য রাখেন শিল্পী শুভাপ্রসন্নও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola