বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জের, প্রেমিককে নিয়ে পুরুলিয়ার অধ্যাপককে খুনের ছক স্ত্রীর, দাবি পুলিশের
Continues below advertisement
পুরুলিয়ায় অধ্যাপক খুনের কিনারা। কলেজ জীবনের প্রেমিককে নিয়ে অধ্যাপককে খুনের ছক স্ত্রীর, দাবি পুলিশের। গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিক। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পুরুলিয়া জেলা আদালতের। ১৭ জানুয়ারি রাতে, পুরুলিয়া শহরের রবীন্দ্র পল্লিতে নিজের বাড়িতে খুন হন নিস্তারিণী মহিলা কলেজের অতিথি অধ্যাপক অরূপ চট্টরাজ। ওই ঘটনায় গতকাল গ্রেফতার করা হয় অধ্যাপকের স্ত্রী পাঁপড়ি বিশ্বাস চট্টরাজ ও তাঁর প্রেমিক অজয় অম্বানিকে। পুলিশের দাবি, ১৪-১৫ বছর আগে বিয়ে হলেও, অধ্যাপকের স্ত্রীর সঙ্গে তাঁর কলেজ জীবনের প্রেমিকের যোগাযোগ ছিন্ন হয়নি। সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন চলছিল। তার জেরেই প্রেমিককে সঙ্গে নিয়ে অধ্যাপককে খুনের ছক কষেন তাঁর স্ত্রী। গতকাল অভিযুক্তদের গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Continues below advertisement