কবে চলবে লোকাল ট্রেন ? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা ? আজ রাজ্য-রেল বৈঠক

Continues below advertisement

লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। লোকাল ট্রেন ফের চালু হলে, কীভাবে তা চালানো হবে? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হবে? এ সব নিয়েই আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর। এই প্রেক্ষিতে সোমবার বিকেল ৫টায় রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার।  সেই বৈঠকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা থাকবেন। রাজ্যের তরফে থাকার কথা মুখ্যসচিব সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের। লোকাল ট্রেন কীভাবে চালানো হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হবে। রাজ্য প্রশাসন সূত্রে খবর,  রাজ্য চাইছে, শুধু অফিস টাইমে লোকাল ট্রেন চলুক। সেক্ষেত্রে ক’টি ট্রেন, কোন কোন রুটে সকালে ও বিকেলে চলবে, তা নিয়ে কথা হবে।  যে সব ট্রেন চলবে সেগুলি সব স্টেশনে দাঁড়াবে কি না?  কারা ট্রেনে উঠবেন?  মেট্রোতে যেমন ই-পাস ছাড়া ওঠা যায় না ট্রেনে। মুম্বইয়ে লোকাল ট্রেনে পেশা ভিত্তিক পাস দেওয়া হয়েছে।  এক্ষেত্রে কী হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কীভাবে লোকাল ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ করা যাবে?  আরপিএফ এবং রাজ্য পুলিশ কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে? লোকাল ট্রেনের অতগুলি দরজা নিয়ন্ত্রণ করা সমস্যার।  তা নিয়ে কী করা হবে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram