West Bengal Elections 2021: আজই দিল্লিতে বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান রাজীব-বৈশালী-প্রবীর-রথীনের, খবর সূত্রের

Continues below advertisement
শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) নন, তাঁর পাশাপাশি বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty) দিল্লি যেতে পারেন আজই। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিশেষ চাটার্ড বিমানে করে দিল্লিতে যাবেন তিনি। আর সেখানে গিয়েই অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তাঁরা, এমনই আপাতত স্থির করা হয়েছে। এরপর দিল্লি থেকে ফিরে এসে আগামীকাল হাওড়ার অনুষ্ঠানে তাঁরা থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram