সোনার দাম পেরিয়েছে ৫০ হাজারের গণ্ডি, বাড়বে আরও?
ক্রমশ বেড়েই চলেছে সোনার দাম। ইতিমধ্যেই পেরিয়ে গেছে ৫০ হাজারের গন্ডি। স্বর্ণ ব্যবসায়ীদের মতে, সোনার দাম আরও বাড়বে। ভরা বিয়ের মরশুমে এবার সোনার দোকানে নেই ভিড়। দাম শুনে সোনার দোকানের দিকে পা বাড়াচ্ছেন না কেউই।
Tags :
Price Hike Of Gold Price Of Gold ABP News Live Bengali Corona Crisis Gold Price ABP Ananda LIVE Abp Ananda