'পুলিশ কেস, তাই লিখিত ছাড়া ভর্তি নেবে না হাসপাতাল'! লকডাউনের শহরে অমিল অ্যাম্বুল্যান্সও, ভ্যানে করে গুরুতর আহত কিশোরকে নিয়ে ঘুরে বেড়াল পরিবার
Continues below advertisement
দুর্ঘটনায় গুরুতর জখম বালক। সঙ্গে সঙ্গে ভর্তি না নিয়ে পুলিশ কেস বলে থানায় পাঠানোর অভিযোগ আর জি কর হাসপাতালের বিরুদ্ধে। থানা থেকে লিখিত আনার পর ভর্তি, দাবি পরিবারের। অস্বীকার হাসপাতালের। এদিকে, পুলিশের সামনে অসুস্থ ছেলেকে ভ্যানে করে হাসপাতাল-থানা করল পরিবার। কিন্তু, এগিয়ে এল না কেউ! পুলিশের কাছে এলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হত, মন্তব্য ডিসি ট্রাফিকের।
Continues below advertisement
Tags :
Patient Suffered ABP News Live Bengali R.G.Kar Hospital Corona Crisis ABP Ananda LIVE Abp Ananda Kolkata