দুর্গতদের পাশে রবিনহুড আর্মি! হিঙ্গলগঞ্জের দু'হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলেন সদস্যরা
দুর্গতদের পাশে রবিনহুড আর্মি। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকার প্রায় ২০০০ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন রবিনহুড আর্মির সদস্যরা। ত্রাণ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দুর্গত মানুষরা।
Tags :
ABP News Live Bengali Robinhood Army Hingalganj South 24 Pargana ABP Ananda LIVE Relief Abp Ananda