Rosevalley Case: নোটিস পেয়েও পালিয়েছিলেন মুম্বই, সিজিও কমপ্লেক্সে শুভ্রাকে প্রাথমিক জেরা সিবিআইয়ের

Continues below advertisement
গ্রেফতারির পর এদিন বেলা সাড়ে ৩টে নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় শুভ্রা কুণ্ডুকে। এই গ্রেফতারির বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও কোনও জবাব দেননি তিনি। সিজিও কমপ্লেক্সের চার তলায় তাঁকে প্রাথমিক জেরা করবে সিবিআই। সাউথ সিটির আবাসন থেকে তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে। তিনি মুম্বই পালিয়ে গিয়েছিলেন। কয়েকদিন আগে শহরে ফিরলে, এদিন তাঁকে গ্রেফতার করা হয়। কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জেল থেকে স্ত্রীকে নির্দেশ দিয়ে কাজ করাতেন গৌতম। এমন তথ্য উঠে এসেছে সিবিআই তদন্তে। গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালি মামলায় গ্রেফতার শুভ্রা কুণ্ডু। এই মামলায় আগে থেকেই গ্রেফতার গৌতম কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ। শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে প্রশ্ন এড়িয়ে যাওয়ারও অভিযোগ। পাশাপাশি গৌতম-ঘরণী সিবিআই-এর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলেও দাবি সিবিআই গোয়েন্দাদের। সিবিআই সূত্রে খবর, শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে তথ্য-প্রমাণ আছে। গ্রেফতারের পর শুভ্রা কুণ্ডুকে তোলা হবে ভুবনেশ্বর আদালতে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, বারবার নোটিস পাঠানো সত্বেও তিনি আসছিলেন না। তাই তাঁকে গ্রেফতার। মূলত রোজভ্যালির টাকা কোথায় গেল? এই প্রশ্নের সদুত্তর পেতে তাঁর হেফাজত দাবি করবে সিবিআই। যে বিপুল অঙ্কের টাকার হদিশ নেই। সেই টাকার সূত্র পেতে এই গ্রেফতারি। এমনটাই সূত্রের খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram