Parakram Diwas: প্রধানমন্ত্রীকে পছন্দ করি, তাঁর সঙ্গে সেলফি তোলার অবকাশ হল, প্রতিক্রিয়া রুদ্রনীলের

ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোদির সঙ্গে কথা প্রসেনজিতের। ভিক্টোরিয়ায় মোদির সঙ্গে কথা ইন্দ্রাণী হালদারেরও। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন রুদ্রনীল ঘোষ।
আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। চা-চক্রেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিভিন্ন টেবলে ঘুরে ঘুরে সবার সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। সেই সময়ই প্রসেনজিৎ, ইন্দ্রাণী, রুদ্রনীলের সঙ্গে কথা হয় মোদির।
এ প্রসঙ্গে রুদ্রনীল বলেছেন, ‘আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি যে কোনও রাজনৈতিক দলেরই হতে পারেন। তাঁর সঙ্গে ছবি তোলা আনন্দের ব্যাপার। যাঁরা মনে করেন, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই দল করেন, তাই জোর করে তাঁদের অপছন্দ করব, আমার মনে হয় সেটা ঠিক নয়। আমি ওঁকে অবশ্যই পছন্দ করি। ওঁর সঙ্গে সেলফি তোলার অবকাশ হল। উনি সবার সঙ্গেই কুশল বিনিময় করছিলেন। আমারও সৌভাগ্য হল। তাই একসঙ্গে ছবি উঠল। রাজ্যপালও ছিলেন। পশ্চিমবঙ্গের শিল্পীদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।’
অন্যদিকে, ‘ভাল কাজ করছো।’ শুভেন্দু অধিকারীকে বললেন মোদি। ‘ভাল কাজ করছেন শোভন চট্টোপাধ্যায়ও।’ মোদিকে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola