Saayoni Ghosh vs Tathagata Roy: 'দিলীপ ঘোষের সঙ্গে উচ্চশিক্ষিত তথাগত রায়ের কোনও অমিল নেই', সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়া kaushik sen - র
বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগ অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতর অভিযোগ, ওই বিতর্কিত ছবি তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। তথাগত ট্যুইটে সায়নীর উদ্দেশে জানান, কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অসমের এক বাসিন্দাও তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগার কারণে পুলিশে অভিযোগ দায়ের করতে চলেছেন। অভিনেত্রীর পাল্টা দাবি, ওই ট্যুইট ২০১৫ সালের। ট্যুইটটি যে আপলোড করা হয়েছে, তা তাঁর জানা ছিল না। ঘটনাটি নজরে আসার পরেই তিনি ট্যুইটটি মুছে দিয়েছেন বলে দাবি সায়নীর। সেইসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার ইচ্ছা তাঁর নেই। এপ্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, "২০১৫ সালের পোস্টে যদি আঘাত লেগে থাকলে তার কেস ২০১৫ সালেই হতে পারত। কিন্তু এখন হওয়ায় পরিস্কার বোঝা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কেউ মুখ খুললে তা সহ্য হচ্ছে না। দিলীপ ঘোষের সঙ্গে তথাকথিত উচ্চশিক্ষিত তথাগত রায়ের আসলে কোনও অমিল নেই।"
Tags :
Rabindra Sarobar PS Tathagata Vs Saayoni Controversial Tweet Fight Kaushik Sen Tathagata Roy Saayoni Ghosh BJP TMC West Bengal Election West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections