Satabdi Roy Controversy: দলে বললে এখনও সমস্যা মিটতে পারে, শতাব্দীর দিল্লি যাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া Saugata Roy র

Continues below advertisement
আজ দিল্লি যেতে পারেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ‘দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। জানালেন, এলাকায় যেভাবে যেতে চাইছেন, সেভাবে পারছেন না। মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হবে না। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমি শুনেছি। গতকাল থেকেই ওর ফেসবুকে পোস্ট বেরচ্ছে। আমি জানি না উনি দলের কাউকে জানিয়েছেন কি না। ওর আপত্তি থাকতেই পারে। তবে দলে বললে এখনও সমস্যার সমাধান হতে পারে।" পাশাপাশি দলনেত্রীকে জানানো প্রসঙ্গে তিনি বলেন, "বোলপুরে রোড শো-তে তো নেত্রীর কাছাকাছি ছিলেন। যদি না বলতে পারেন তবে তা খুবই দুঃখের।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram