'বিজেপি সভাপতিকে কিছু বললে রাজ্যপালের গায়ে লাগছে কেন?', খোঁচা Saugata Roy-এর

Continues below advertisement
"রাজ্যপালের আলটপকা মন্তব্যে আমি কোনও গুরুত্ব দিচ্ছি না। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। এটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মন্তব্য এক্সচেঞ্জ হয়েছে। BJP সভাপতিকে বললে রাজ্যপালের এত গায়ে লাগছে কেন? উনি কি BJP-র লোক? না কি BJP-র প্রতিনিধি হিসেবে কাজ করছেন? রাজ্যপালের প্রেস কনফারেন্স করারও আমি বিরুদ্ধে। সংবিধানের কোনও ধারা রাজ্যপালকে প্রকাশ্যে তাঁর মতামত জানাবার অধিকার দেয় না। ওঁর কিছু বলার থাকলে মুখ্যমন্ত্রী চিঠি লিখে জানাতে পারতেন। প্রধানমন্ত্রী বা রাজ্যপাল কী বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষ। আসল জবাব মানুষই দেবে।" রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য Trinamool Congress নেতা Saugata Roy।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram