সরকারের নির্দেশ অমান্য করে লকডাউনের মধ্যেও মাধ্যমিকের মার্কশিট বিলি! বিতর্কে হরিপালের গুরুদয়াল ইনস্টিটিউশন
সরকারের নির্দেশ অমান্য করে লকডাউনের মধ্যেও মাধ্যমিকের মার্কশিট বিলি! বিতর্কে হুগলির হরিপালের গুরুদয়াল ইনস্টিটিউশন। মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে একাদশ শ্রেণির ফর্মও বিলি! আজকের বদলে কাল মার্কশিট দেওয়ার নির্দেশ পর্ষদের। সেই নির্দেশ অমান্য করে কীভাবে আজ মার্কশিট? কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের।
Tags :
Gurudayal Institution Madhyamik Mark Sheet ABP News Live Bengali Complete Lockdown ABP Ananda LIVE Hooghly Abp Ananda Lockdown