বীরভূমের 'বড় নেতা'কে খুন করার সুপারি পেয়েছিল চার বাংলাদেশি দুষ্কৃতী! শান্তিনিকেতন থেকে অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার
Continues below advertisement
শান্তিনিকেতনের তালতোড় গ্রাম থেকে অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার চার বাংলাদেশি দুষ্কৃতী। তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় দু’জনকে। বীরভূম জেলা পুলিশের চাঞ্চল্যকর দাবি, জেলার এক বড় নেতাকে খুনের সুপারি দিয়েই ওই চার বাংলাদেশিকে আনা হয়েছিল। ধৃতদের কাছ থেকে যে ধরনের অস্ত্র মিলেছে, তাতে পুলিশের সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ছিল ওই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে দাবি, মেদিনীপুর জেলের এক বন্দি ওই জেলার এক বড় নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে তাদের সেই ছক ভেস্তে যায়। ওই বাংলাদেশিদের সঙ্গে যোগোযাগ থাকতে পারে সন্দেহে নানুর ও লাভপুরে আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, মামলার গুরুত্ব বুঝে তদন্তভার এসটিএফ এর হাতে তুলে দেওয়া হতে পারে।
Continues below advertisement