শারদ আনন্দ ২০২০: করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে প্রতিমা দর্শনের ব্যবস্থা শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে বাঁধন দাসের দুর্গাপুজোয়
Continues below advertisement
শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে বাঁধন দাসের দুর্গাপুজো। এবার ২০ বছরে পা দিল। করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে প্রতিমা দর্শনের ব্যবস্থা। মূল প্রবেশ পথে বসানো হয়েছে স্যানিটাইজিং চ্যানেল। প্রতিমার ৩০ ফুট দূরত্বে দর্শকদের আটকানোর ব্যবস্থা। সামাজিক দূরত্ব-বিধি মানতে চক দিয়ে কাটা হয়েছে দাগ। রিংয়ের মধ্যে দাঁড়িয়েই দিতে হবে অঞ্জলি। এবছর বন্ধ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুরের উদগ্রামে ৫০০ বছরের পুজো। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের দুর্গামন্দিরের কিছুটা অংশ কাঁটাতারের ওপারে। করোনা আবহে এবার যাবতীয় সতর্কতা-বিধি মেনে পুজো। মন্দির চত্বরে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। একসঙ্গে ২৫ জনের বেশি দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হবে না। রীতি মেনে ষষ্ঠীর দিন ঘটপুজো হয়। দুর্গাপুজো উপলক্ষে সাতদিন ধরে নিরামিষ খান গ্রামবাসীরা।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুরের উদগ্রামে ৫০০ বছরের পুজো। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের দুর্গামন্দিরের কিছুটা অংশ কাঁটাতারের ওপারে। করোনা আবহে এবার যাবতীয় সতর্কতা-বিধি মেনে পুজো। মন্দির চত্বরে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। একসঙ্গে ২৫ জনের বেশি দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হবে না। রীতি মেনে ষষ্ঠীর দিন ঘটপুজো হয়। দুর্গাপুজো উপলক্ষে সাতদিন ধরে নিরামিষ খান গ্রামবাসীরা।
Continues below advertisement
Tags :
Badhan Das Durga Pujo Sonajhuri Durgapuja 2020 Sharad Ananda 2020 Abp Ananda Durga Puja 2020 Shantiniketan