শারদ আনন্দ ২০২০: সিউড়ির পুলিশ লাইন দুর্গোৎসবের আয়োজক ছিলেন বাড়ির মহিলারাই, এবার ছবিটা কেমন?
Continues below advertisement
নিউ নর্মালকে সঙ্গী করেই পুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। কলকাতার পাশাপাশি পুজোর রেশ জেলাগুলিতেও। তবে এবার যেন নেই সেই চেনা ছন্দ, চেনা ভিড়। মূলত পুলিশকর্মীদের উদ্যোগেই হয় বীরভূমের সিউড়ির পুলিশ লাইনের পুজো। পুজোর আনন্দ রয়েছে, তবে উৎসাহে যেন ভাঁটা। মণ্ডপে বিভিন্ন রকম ছবির মাধ্যমে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়েছে মানুষকে। প্রতিমা এক চালার।
Continues below advertisement
Tags :
Shiuri Shiuri Police Line Sharad Ananda 2020 Durgapuja 2020 Sharad Ananda Samman SAS Abp Ananda Durga Puja 2020