শারদ আনন্দ ২০২০: আচার-বিধি মেনে মহাসপ্তমীর পুজো বেলুড় মঠ থেকে একডালিয়ায়
Continues below advertisement
আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে ষোড়শ উপাচারে দুর্গাপুজো শুরু। যাবতীয় আচার অনুষ্ঠান শুরু সকাল থেকেই। আজ সকালে কলাবউ স্নান। ঘট স্থাপন করে দুর্গার প্রাণপ্রতিষ্ঠা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন। সাবেকিয়ানা থেকে থিম, উত্সবের রোশনাই বাংলা জুড়ে।
Continues below advertisement
Tags :
Mahasaptami Ekdalia Evergreen Durgapuja 2020 Sharad Ananda 2020 Belur Math Abp Ananda Durga Puja 2020