শর্বরী দত্তের বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন, মুখে রক্তের দাগ! মৃত্যু ঘিরে রহস্য
প্রয়াত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। গতকাল গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মুখে রক্তের দাগ, গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে বেশ কিছুদিন ধরে ছেলে-বৌমার সঙ্গে সম্পর্কে চিড় ধরে। বৃহস্পতিবার গোটা দিন ধরে কেন কেউ খোঁজ নিলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। হৃদরোগে, শৌচাগারে পড়ে গিয়ে, নাকি অন্য কোন কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে শর্বরী দত্তর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে শেষবার বাড়ির সদস্যদের দেখা হয়। কাল সকাল থেকে তাঁর দেখা মেলেনি। কাজে বেরিয়েছেন বলে ধরে নেন পরিবারের সদস্যরা। শর্বরী দত্তর ছেলে অমলিন দত্তর দাবি, রাতেও তাঁর মা না ফেরায়, উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর রাতে শৌচাগার থেকে মৃতদেহ উদ্ধার হয় বলে পরিবারের দাবি। পরে কড়েয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কড়েয়া থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে। আজ ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক দল।
Tags :
Designer Sharbari Dutta Sharbari Dutta Passes Away Sharbari Dutta Dies Of Heart Attack Fashion Designer Sharbari Dutta Sharbari Dutta Death Abp Ananda