কখনও নিজের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দেননি, স্মৃতিচারণায় শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী
"আমাকে বাবাই মানুষ করেছেন। অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আমাকে। দলই ছিল তাঁর কাছে প্রধান," স্মৃতিচারণে শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী। প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত ছিলেন। ৩০ জুলাই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। আজ দুপুর ১.৫০-এ মৃত্যু হয় তাঁর।
Tags :
CPM Leader Shyamal Chkraborty Dies Shyamal Chakraborty Passes Away Shayam Chakraborty Death ABP News Live Bengali ABP Ananda LIVE Ushasie Chakraborty Abp Ananda