Smriti Irani at Dumurjala Stadium: চুপচাপ চুপচাপ, পদ্মে ছাপ ডুমুরজলায় স্লোগান স্মৃতি ইরানির

Continues below advertisement
ডুমুরজলার সভায় বক্তব্য রাখলেন স্মৃতি ইরানি। তিনি তাঁর বক্তব্য শুরু করেন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। বলেন, "জয় শ্রীরাম ধ্বনি নবান্ন পর্যন্ত নয়, দিল্লি পর্যন্ত পৌঁছতে হবে।" তিনি বলেন, "জয় শ্রীরাম ধ্বনির অপমান করে যারা, সেই দলে দেশভক্ত নেই। তাঁর বক্তব্য, "চুপচাপ চুপচাপ, পদ্মে ছাপ।" স্মৃতি ইরানির আগে বক্তব্য রাখেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আজকের সভাতে আসার সময় বিজেপি কর্মীদের যা উন্মাদনা দেখছি, তাতে রাজ্যে পদ্ম ফুটবেই। এটাই আমাদের শপথ।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram