‘সাংসদের সমস্যা দেখার জন্য সংসদ আছে’, পুলিশের নিরপেক্ষতা নিয়ে রাজ্যপালের ট্যুইট আক্রমণের পাল্টা সৌগত
Continues below advertisement
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত জওয়ানের শেষকৃত্যে, বিজেপি সাংসদকে আটকানোর অভিযোগ। ট্যুইটারে রাজ্য সরকারকে আক্রমণ ধনকড়ের।
রাজ্যপালের ট্যুইট, "মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে কিছু নেই। পলাশী শ্মশানে নিহত জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে পুলিশ জগন্নাথ সরকারের সঙ্গে যে আচরণ করেছে, সেই সম্পর্কে স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করেছে।"
সাংসদের কোনও সমস্যা হলে তা দেখার জন্য তো সংসদ আছে। রাজ্যপাল এই বিষয়ে ট্যুইট করছেন কেন? বরং সম্মানদানের অনুষ্ঠান ঠিকভাবে হল কি না, তা দেখা বেশি জরুরি, পাল্টা তৃণমূল বিধায়ক সৌগত রায়।
Continues below advertisement