'বেলাশেষে' স্বজনের বিদায়ে শোকার্ত সোনাঝুড়ির সঞ্চয়ন, স্মৃতিচারণ করলেন কেয়ারটেকার
বেলাশেষে চিরবিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলাশেষে, পোস্ত, তারপর বেলাশুরু। তিনটি ছবির শ্যুটিংয়ের অনেকটাই হয়েছে শান্তিনিকেতনে। আর সেইসময় সোনাঝুড়ির সঞ্চয়নে ছিলেন সৌমিত্রবাবু। তাঁর স্মৃতিচারণ করেছেন সেখানকার কেয়ারটেকার।
Tags :
Sonajhuri Soumitra Chatterjee Death News Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda Bolpur Shantiniketan