দক্ষিণ ২৪ পরগনা: পরপর দু’ দিন একই এলাকা থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার দুই কারবারি

পরপর দু’ দিন দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকা থেকে উদ্ধার অস্ত্র। গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বকুলতলা থানার খোলাখালিহাট এলাকায় অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। উদ্ধার হয় ৬টি ওয়ান শটার। গ্রেফতার করা হয় সাবির লস্কর ও মফিজুল মোল্লা নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে। এই অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারও একই এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড লাইট ও ২ রাউন্ড খালি কার্তুজ। গ্রেফতার করা হয় বাড়ির মালিক বলরাম নস্করকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola