'তৃণমূল দলটা ছোট চাদরের মতো হয়ে যাচ্ছে' BJP- র দলীয় বৈঠক সেরে বেরনোর পর আক্রমণ Sovan Chatterjee-র

এক সময় আসার কথা থাকলেও তাঁরা আসেননি। তাঁদের ছাড়াই হয়েছে বিজেপির (BJP) রোড শো। অবশেষে পরের সোমে আসার সম্মতি পাওয়া গেল। তাঁর আগে রবিবার সন্ধ্যায় হেস্টিংসে দলীয় বৈঠকে যোগ দিলেন বিজেপি (BJP) নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। ছিলেন কলকাতা জোনের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সহ অনেকেই। আর বৈঠক থেকে বেরিয়েই পুরনো দলের বিরুদ্ধে তোপ দাগলেন কলকাতার প্রাক্তন মেয়র। বলেন, 'তৃণমূল কংগ্রেসের কাছে দলটা ছোট চাদরের মতো হয়েছে। মাথা ঢাকা দিতে গেলে পা বেরিয়ে পড়ছে। পা ঢাকা দিতে গেলে মাথা বেরিয়ে পড়ছে।'  পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল(TMC)। তৃণমূল নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন,  'এই সব মন্তব্য তাঁরাই করেন যাঁরা যোগ্যতার বেশি পুরস্কার পেয়ে যান।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola