বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা

Continues below advertisement
জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা। বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর, আরও জোরাল হয়েছে সেই জল্পনা। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি বিজেপি নেতৃত্ব। তিনি তৃণমূলেই আছেন বলে ফের দাবি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। 
জানুয়ারির ৯ ও ১০ তারিখ ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সূত্রে দাবি, নাড্ডার বঙ্গ সফরের সময় অন্য দল থেকে কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। এই তালিকায় কারা থাকতে পারেন? তা নিয়ে এখন বিভিন্ন মহলে তুঙ্গে চর্চা।
আর এই প্রেক্ষাপটে জল্পনার কেন্দ্রে উঠে এসেছে আসানসোল পুরসভার প্রশাসক ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম। সোমবার রাতে, জে ডব্লু ম্যারিয়ট হোটেলে দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়রা যখন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করছিলেন, তখন কাকতলীয়ভাবে একই হোটেলে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকেও।
মঙ্গলবার সকালেই আবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন। জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যাওয়ারর সম্ভাবনা তৈরি হতেই, তা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাহলে কি তা নিয়েই এদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে আলোচনা করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
১৭ ডিসেম্বর আসানসোলের পুর-প্রশাসকের পদ ও তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু, পরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে করে, আবার তৃণমূলেই থাকছেন বলে দাবি করেন তিনি। মঙ্গলবার সকালেও জিতেন্দ্র তিওয়ারি ট্যুইটে দাবি করেছেন, কেউ কেউ আমার সঙ্গে বিজেপির যোগাযোগ দেখানোর চেষ্টা করছে, দেখে আমি ব্যথিত। এটা সম্পূর্ণ মিথ্যে। আমি দিদির সঙ্গে রয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে সক্রিয়ভাবে কাজ করব। কিন্তু, বিজেপি নেতৃত্বের সঙ্গে একই হোটেলে থাকা কি নেহাতই কাকতালীয়? সেই প্রশ্ন ঘিরে জল্পনা থেকেই যাচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram